জিয়াউল হক সরকার

জিয়াউল হক সরকার

জিয়াউল হক সরকার। কবিতা-যাপনে তাঁর বসবাস। লিখছেন ছোটগল্পও। জন্ম ১৯৮৮ সালের ১৬ সেপ্টেম্বর; কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ঈশ্বর বরুয়া গ্রামে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এম. ফিল কোর্সে অধ্যয়নরত।

সাহিত্য, সমাজ-সংস্কৃতি, চলচ্চিত্র, রাজনীতি ও গণমাধ্যম বিষয়ে পাঠ ও চর্চায় তাঁর আগ্রহ। এসব বিষয়ে ছাত্রাবস্থা থেকেই লেখালেখি করছেন বিভিন্ন জাতীয় দৈনিক, ম্যাগাজিন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইতোমধ্যে ‘পলকে পতন ঘটে’ (কাব্যগ্রন্থ, পরিবার পাবলিকেশন্স, ২০২০), ‘মুক্তিযুদ্ধের চলচ্চিত্রে মানবতাবিরোধী অপরাধের উপস্থাপন’ (গবেষণা গ্রন্থ, সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ২০১৭)- এ দু’টি বই প্রকাশিত হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন তিনি যুক্ত ছিলেন দীর্ঘায়ু আবৃত্তি সংগঠন ‘স্বনন’-সহ বির্তক চর্চা ও সাহিত্য-সাংস্কৃতিক নানা কাজের সঙ্গে। এছাড়া চলচ্চিত্র বিষয়ক পত্রিকা ‘ম্যাজিক লণ্ঠন’-এর সহকারী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর-এ সহকারী পরিচালক (গণসংযোগ ও প্রকাশনা) পদে কর্মরত। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের অধীনে ‘জুনিয়র রিসার্চ ফেলো’, তথ্য মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ‘গবেষণা ফেলো’, এবং একটি কর্পোরেট প্রতিষ্ঠানে ‘মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স অফিসার’ হিসেবেও কাজ করেছেন।

জিয়াউল হক সরকার এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon